বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় জমি দখলে নিতে পরিত্যক্ত ঘরের টিন লুট

দিনকাল বাংলাদেশ

যমুনা ওয়েব ডেস্ক: জেলার মোল্লাহাট উপজেলায় বিবাদমান জমির দখল নেওয়ার জন্য প্রতিপক্ষের টিন লুটের অভিযোগ উঠেছে খোবায়ের মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মনি মোহন বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া গ্রামের মনি মোহন বিশ্বাসের পৈত্রিক সূত্রে প্রাপ্ত পাঁচ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। ওই জমিতে তারা ঘরবাড়ি নির্মান করে থেকেছে।

 

জানা যায় পরবর্তীতে কিছু প্রভাবশালী তাদেরকে জোরপূর্বক ওই জমি থেকে উচ্ছেদ করে। নিজেদের জমি ফিরে পেতে তারা আদালতের শরনাপন্ন হই। আদালত তাদের পক্ষে ১৪৪ ধারার রায় দেওয়ায় সে ওই জমি থেকে চলে যায়। কিন্তু জমি দখলের পায়তারা চালাতে থাকে। এর অংশ হিসেবে শুক্রবার রাতে ওই জায়গায় ছাপড়া দেওয়া টিন লুট করে নিয়ে যায় ভুক্তভোগী অভিযোগ করেন।

 

ভুক্তভোগী মনি মোহন বিশ্বাসের স্ত্রী রেখা রানী বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের বলেন, জোরপূর্বক জমি দখলের জন্য আমার শ্বশুরকে হত্যার চেষ্টা করেছিল খোবায়ের মোল্লা। এখন আমাদেরকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। আমাদেরে কোন ছেলে নেই, চারটি মেয়ে বিয়ে দিয়েছি। রাতে খুব আতঙ্কে থাকি কখন এসে মেরে ফেলে। টিন নিয়ে যাওয়ার পরে আমাদের মেরে ফেলার হুমকী দিচ্ছে খোবায়ের মোল্লা। আমরা খোবায়ের মোল্লার হাত থেকে বাঁচতে চাই।

 

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন শুধু মনি মোহন বিশ্বাস নয় এলাকার আরও অনেকের জমি জোরপূর্বক দখল করে ভোগ করছে এই প্রভাবশালীরা। জমি দখলে নিতে অনেকের নামে মিথ্যে মামলা ও হয়রানিও করছেন বলে অভিযোগ করছেন এলাকার অনেকে। অভিযুক্ত খোবায়ের মোল্লার ছেলে আকবর মোল্লা বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল, মামলায় আমরা রায় পেয়েছি। তারপরও আমরা তিন বছর ধরে ওই জমিতে যাই না। গেল ১৫দিন ধরে পরিবারের সবাই অসুস্থ্য। টিন লুটের প্রশ্নই আসেনা। আমাদের হয়রানি করার জন্য এসব অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *