কোপা আমেরিকায় আজেন্টিনা ও ব্রাজিল

ফুটবল বিশ্বের দুই চির প্রতিদন্ধি ব্রাজিল-আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য

খেলাধুলা দিনকাল

ফুটবল মানেই যেন আর্জেন্টিনা আর ব্রাজিল যেমন ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তান। ফুটবল বিশ্বে দল দুটি চির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশেষ পরিচিত। চলমান কোপা আমেরিকার চলতি আসরে ফাইনালে উঠেছে এই দুই ফুটবল পরাশক্তি। আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জায়গায় দুই দলের সমর্থকদের মাঝে চরম কৌতুহল ও উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম গরম হয়ে উঠেছে। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফুটবল ম্যাচকে অনেকে ‘দক্ষিণ আমেরিকার মানুষদের মধ্যে যুদ্ধ’ বলেও অভিহিত করেন।

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে প্রথম ফুটবল ম্যাচটি হয় ১৯১৪ সালে৷ বুয়েনস আইরেসে অনুষ্ঠিত ওই প্রদর্শনী ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা৷ ১৯৩৭ সালের কোপা আমেরিকার ফাইনালে ২-০ গোলের জয়৷ ১৯৭৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ০-০ গোলে ড্র আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে ও প্রথম বিশ্বকাপ জিততে সহায়তা করেছিল৷

এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ এর মধ্যে ব্রাজিল জিতেছে ৪৬টি ম্যাচ৷ আর্জেন্টিনা জিতেছে ৩৯টিতে৷ ড্র হয়েছে ২৫টি ম্যাচ৷ আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট খুলিও আর্হেন্তিনো রোকার উদ্যোগে দুই দেশের মধ্যে একটি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ এর নাম দেয়া হয়েছিল কোপা রোকা৷ ১৯১৪ সালে প্রথম ম্যাচটি আয়োজিত হয়েছিল৷ শেষ ম্যাচটি হয় ১৯৭৬ সালে৷

১৯৪০ সালে বুয়েনস আইরেসে কোপা রোকার এক ম্যাচে ৬-১ গোলে জিতেছিল লা আলবিসেলেস্তেরা৷ আর ১৯৩৯ সালে রিও-র মাঠে গিয়ে সেলেসাওদের ৫-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা৷ ১৯৪৫ সালে ঘরের মাঠে ৬-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা৷ আর আলবিসেলেস্তেদের মাঠে গিয়ে সেলেসাওরা সবচেয়ে বড় জয়টি পেয়েছিল ১৯৬০ সালে (৪-১)৷

২০০৪ সালের কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ব্রাজিল৷ এরপর ২০০৭ সালে একই টুর্নামেন্টের ফাইনালে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *