যমুনা ওয়েব ডেস্কঃ গোটা বিশ্বে ফের নতুন করে করোনা আতঙ্ক শুরু হয়েছে । ব্রিটেনে আনলক ঘোষণা করার পরেও সেটা তুলে নেওয়া হয়েছে। নেপথ্য কারন হিসাবে দায়ী করা হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসকে । ভারত কিম্বা বাংলাদেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভবনার কথা জানাচ্ছে বিশেষজ্ঞ মহল । তাদের দাবী, মূলত করোনার ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্টের (Delta Plus Variant) হাত ধরে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে । দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের (AIIMS) ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস নিয়ে সতর্কবার্তা দিলেন ।
এইমস প্রধান জানিয়েছেন, ‘এটা বলা মুশকিল যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এই দেশে কী আকার নেবে। তবে করোনাভাইরাস ডেল্টা প্লাসের রূপটি বিশ্বজুড়ে যেভাবে বাড়ছে, তা দেখে সুরক্ষা বিধি নিয়ে আপস করা যাবে না। করোনার ভাইরাস সম্পর্কিত যে সমস্ত কেস রেজিস্ট্রি (COVID 19 case register) করা হয়েছে সেদিকে নিবিড় নজর রাখা দরকার, যাতে এই সংখ্যা হাতের বাইরে বেড়িয়ে না যায়। এখন থেকে তৃতীয় তরঙ্গ এড়াতে ব্যবস্থা গ্রহণ করা এবং সতর্ক হওয়া প্রয়োজন।’
উল্লেখ্য ইতিমধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যে করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে । কিভাবে তৃতীয় ঢেউ প্রতিহত করা সম্ভব ! এই প্রশ্নের জবাবে গুলেরিয়া জানিয়েছেন, গোটা বিশ্বজুড়ে যেভাবে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ভারত বা বাংলাদেশের মত জনবহুল দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভবনা প্রবল । তার মতে, কঠোরভাবে করোনা বিধি মেনে চলা, কড়া লকডাউন এবং টিকাকরন ছাড়া নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসকে নিয়ন্ত্রন করা সম্ভব হবে না ।
সবথেকে ভয়ের কারন, করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের মনে যে আতঙ্ক ছিল সেটি অনেকটাই নেই । ফলে করোনা বিধি সঠিকভাবে মেনে চলার বিষয়ে অনেক শিথিলতা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে । এছাড়া সরকারী বা প্রশাসনিক পর্যায়ে করোন দ্বিতীয় ঢেউ দুর্বল হওয়ার সাথে সাথে বিধিনিষেধে শিথিলতা দেওয়া হচ্ছে। বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে সত্যি যদি দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ে, তাহলে সামাল দেওয়া অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ।