Mongla-News

বাগেরহাট জেলার মোংলায় বিদেশী মদ-বিয়ারসহ আটক ১ ( 1 arrested with foreign liquor and beer in Mongla of Bagerhat district)

দিনকাল বাংলাদেশ

বাংলাদেশের অন্যতম সমুদ্রবন্দর মোংলাকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট। পাশাপাশি সুন্দরবনের কয়েকটি দর্শণীয় স্থানে যাওয়ার পথ মোংলা। এ কারনে মোংলায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সৃষ্টি হয়। গতকাল ৯ আগস্ট মঙ্গলবার মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলের সামনে থেকে বিদেশী মদসহ এক ব্যবসায়ী আটক হয়েছে।

র‌্যাব-৬ এর সদস্যরা অনুপম খানের আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে বিল্লাল গাজী (২২) নামের এক ব্যবসায়ীকে আটক করে। এ সময়ে তার কাছে ৬ ক্যান বিদেশী বিয়ার, ৬ বোতল  দেশীয় মদ, ২টি সীমকার্ড ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিল্লাল গাজী নামে এ মাদকব্যবসায়ী বরগুনা জেলার বেতাগী এলাকার মোঃ মোস্তফা গাজীর ছেলে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ স্থানীয় সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ বিল্লালকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *