যমুনা ওয়েব ডেস্ক: বাংলাদেশে কোভিডের পাশাপাশি সবথেকে আলোচিত বিষয় ইভ্যালি। যখন লাখো মানুষের স্বপ্ন নিভতে বসেছে তখন সেই স্বপ্নকে বাচাতে এগিয়ে এল যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের এ বিনিয়োগ সোস্যাল মিডিয়ার এই মুহুর্তে সবথেকে আলোচিত বিষয়। জানা যায় ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ। প্রাথমিক পর্যায়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে।
যখন কোন প্রতিষ্ঠান এগিয়ে যেতে থাকে তার সাথে হাজারো মানুষের স্বপ্ন তৈরী হয়। তেমনি ইভ্যালিকে নিয়ে লাখো মানুষ স্বপ্ন দেখতে শিখেছিলো। এ স্বপ্ন দেখাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। তারই মধ্যে বিভিন্ন তদন্ত ও মিডিয়ায় উঠে আসে ইভ্যালির ব্যবসা পদ্ধতি নিয়ে। ইভ্যালি সহ দশটি ইকর্মার্সের সাথে কাজ বন্ধ ঘোষণা দেয়া বিভিন্ন ব্যাংক।
ই-কমার্স যখন দেশের অন্যতম ব্যবসা হিসাবে দাড় হচ্ছিল তখনই নেমে আসে অন্ধকার। যেমন এর আগে যুবক, ডেসিনিটির সাথে হাজার মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। বিভিন্ন ভাবে যারা ইভ্যালিতে বিনিয়োগ করেন নাই তারা এই মুহুর্তে অতি লোভের কথা বলছেন। প্রত্যেকটি মানুষ ভালো থাকার জন্য কাজ করে আর সেখানে যে একটু বেশী আশা দেয় তার পিছনে মানুষ ছোটে।
ইভ্যালি যখন ঢুবো জাহাজ তখন আশার আলো দেখাল যমুনা গ্রুপ। স্বাভাবিকভাবে এরকম সময় কোন বড় প্রতিষ্ঠান এগিয়ে আসে না। যমুনা গ্রুপের এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি মনে করেন এ বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এ বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসার পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে।
যমুনা গ্রুপের পক্ষ থেকে মনে করা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন দেশের উন্নয়নে স্থানীয় ইকর্মাসের গুরুত্ব রয়েছে। আমাজন, আলীবাবার মত বাংলাদেশে ইভ্যালির সাধারণ মানুষের স্বপ্নপূরণে কাজ করছে। তেমনি যমুনা গ্রুপ দীর্ঘ সময় ধরে দেশ ও মানুষের কল্যানে কাজ করছে। একারনে ইভ্যালি ও যমুনা গ্রুপ সেই স্বপ্নপূরণে একে অপরের অংশীদার হলো।
প্রসঙ্গত: কিছুদিন আগে বানিজ্য মন্ত্রনালয় গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়। এ সময়ে আগামি ১০ দিনের মধ্যে ইভ্যালির বিজনেস মডেল জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। গত ১৮ জুলাই রবিবার বানিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে ইভ্যালিসহ ৬টি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং তাদের কাজের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।